করোনা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ১ জনের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন বৃদ্ধ গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। তার বয়স ৬১ বছরের ওপরে। ওই বৃদ্ধ রাজশাহী জেলার বাসিন্দা। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।
তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন বৃদ্ধ মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে।