যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা-ভূমিধস, কানাডার অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
ঝড় পরবর্তী কয়েক দিনের ভারী বর্ষণে নাকাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গা যদিও শুকিয়ে আসছে, অনেক জায়গায় পানি এখনও বাড়ছে। গত রোববার রাতে শুরু হওয়া ব্যাপক ঝড়ের পর সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পার্শ্ববর্তী কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যে গতকাল বুধবার জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়। বিবিসি ও এনবিসিনিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার বহু মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদে চলে যেতে বলা হয়েছে।