![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2019%2F04%2F26%2F1cb209bc092f9a17ec869077e05f40f0-5cc30d44219ec.jpg%3Fjadewits_media_id%3D489961)
‘বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছি’
‘আমি বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে পাঁচদফা প্রস্তাব উত্থাপন করেছি।’ বুধবার সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগো যান। পরে সেখান থেকে লন্ডন ও প্যারিস সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরেন ১৪ নভেম্বর।