বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিধি ও গভীরতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই লক্ষ্যে এবারের কপ-২৬ সম্মেলনে গিয়ে জলবায়ু ইস্যু ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, ভ্যাকসিন, কূটনীতি, রোহিঙ্গা সঙ্কট ও অন্যান্য দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে বরিস জনসনের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান শেখ হাসিনা। বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ পরবর্তী দেশে ফিরে এ সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।