![](https://media.priyo.com/img/500x/https://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2021/11/17/712x407/12.jpg)
প্রান্ত থেকে কেন্দ্রের অধীশ্বর
বাংলা কথাসাহিত্যের বরপুত্র হাসান আজিজুল হক গত সোমবার রাতে প্রয়াত হয়েছেন জীবনের স্বাভাবিক প্রবাহে। তিনি বয়সের সীমানায় পৌঁছেই নশ্বর মানবজীবনের ইতি টেনেছেন। অনেকে প্রচলিত ধারার প্রতিক্রিয়ায় বলেছেন, অপূরণীয় ক্ষতি হয়েছে হাসান আজিজুল হকের প্রয়াণে এবং বিশিষ্ট কেউ প্রয়াত হলে জীবিত বিশিষ্টজনরা এসব প্রচলিত বাক্য বলে থাকেন। প্রশ্ন, এসব ছেঁদো বাক্য উদগিরণ করে কি কখনো প্রয়াতজনকে ফিরিয়ে আনা যায় জীবিতলোকে পুনর্বার? যায় না। কারণ মহাজীবনের কাছে মানুষের এই জীবন খুব সীমিত। তাই নতুন করে ভাবনার কেন্দে চলে যাওয়া যায়।