কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তুরস্কে মুদ্রার দাম কমলো, জিনিসের দাম মাত্রাছাড়া

ডয়েচ ভেল (জার্মানী) তুরস্ক প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ১০:৩৭

মঙ্গলবার লিরার দাম আরো চার শতাংশ কমেছে। এখন এক মার্কিন ডলার মানে ১০ দশমিক ৩৬ লিরা। সাম্প্রতিক সময়ে লিরার দাম কখনো এতটা কমেনি। ফলে তুরস্ক আর্থিক সংকটের মুখে। কারেন্সি মার্কেট বা মুদ্রা বাজারে লিরার অবস্থা এখন সব চেয়ে খারাপ।


গত বছর অক্টোবর মাসের তুলনায় তুরস্কে মুদ্রাস্ফীতি বেড়েছে ২০ শতাংশ। যদিও নিরপেক্ষ মুদ্রাস্ফীতি রিসার্চ গ্রুপের মতে, আগের তুলনায় মুদ্রস্ফীতি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।


কাদ্রিয়ে ডোগরুর বয়স ৫৯ বছর। ইস্তানবুলের বাজারে তার দুইটি দোকান আছে। তিনি সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, '' আগে কখনো এই ধরনের অবস্থার মুখে পড়িনি। রাতে শুতে গেলাম। সকালে উঠে দেখলাম জিনিসের দাম বেড়ে গেছে। আমি ৪০ লিরা দিয়ে পাঁচ লিটার তেল কিনে বাড়ি এলাম। আবার বাজারে গেলাম। দেখলাম সেটার দাম হয়ে গেছে ৮০ লিরা।''

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও