শিক্ষাব্যবস্থা, শিক্ষানীতি ও সংকট
আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যেই ভর্তি পরীক্ষা নেওয়া হয় সেটা অত্যন্ত নিম্নমানের। প্রথমত, এটি পুরানো আমলের, দ্বিতীয়ত, প্রশ্নগুলো গতানুগতিক ধাঁচের। প্রশ্নের মানই প্রশ্ন সাপেক্ষ। বাংলা এবং ইংরেজি মাধ্যমের অনেক শিক্ষার্থী আমেরিকা, কানাডা, কোরিয়া, চীন, ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বৈতরণী পার হতে পারে না তাদের অনেকেই।
আমার স্কুল-কলেজের বান্ধবীর ছেলে নটরডেম থেকে পাস করে SAT (Scholastic Assessment Test) পরীক্ষা দিয়েছে। ও SAT খুবই ভালো করেছে এবং আমেরিকা ও কানাডার খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপসহ ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। শুধু সে না বাংলা মাধ্যমের আরও অনেকের কথা জেনেছি যারা SAT-এ খুব ভালো করে বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। আর ইংরেজি মাধ্যমে তো বলাই বাহুল্য। যে শিক্ষার্থীরা বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না তখন আমাদের ভর্তি পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তোলাই যায়।