এবার লাইটার জাহাজের ভাড়া ১৫ শতাংশ বাড়ল
ডেইলি স্টার
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ২৩:০২
এবার লাইটার জাহাজ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। জ্বালানি তেলের মূল্য বাড়ায় নৌপথে পণ্য পরিবহন ব্যয় বাড়ার কারণ দেখিয়ে তারা এ ঘোষণা দিয়েছেন।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন বাড়তি ভাড়া সোমবার থেকেই কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডব্লিউটিসির এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, আগের ভাড়ায় সিমেন্ট কারখানার কাঁচামাল ক্লিঙ্কার পরিবহনের ভাড়া ছিল টন প্রতি ৪১৫ টাকা। ১৫ শতাংশ ভাড়া বাড়ানতে এই ভাড়া এখন হবে ৪৭৭ টাকা।