ময়মনসিংহে দেড় কোটি টাকার মাদক উদ্ধার

ঢাকা টাইমস ময়মনসিংহ সদর প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ১৭:০০

গত দুমাসে প্রায় দেড় কোটি টাকার মাদক উদ্ধারসহ ওয়ারেন্ট তামিল, মাদকের বিরুদ্ধে অভিযান পাচার হওয়া শিশু-নারী উদ্ধারে নজির স্থাপন করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৯৭৫ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেপ্তার করেছে।


নারী-শিশুসহ নয়জন অপহৃত ও নিখোঁজ ভিকটিমকে উদ্ধার, ৪৩ লাখ ১০ হাজার সমমূল্যের ৪৩১ গ্রাম হেরোইন উদ্ধার, ২৬ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা সমমূল্যের পাঁচ হাজার ৩৯৫ পিস ইয়াবা উদ্ধার, সাত লাখ ৯৫ হাজার টাকা সমমূল্যের গাঁজা উদ্ধার, দুই লাখ ১০ হাজার টাকা সমমূল্যের ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার, ৫০ হাজার টাকা সমমূল্যের নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, এক লাখ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার, পঞ্চাশ লাখ টাকা মূল্যের দুটি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ গাড়ি, ১৩টি দেশীয় ধারালো ভারি অস্ত্র, ৫০ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল সেট, দুই লাখ ৭৯ হাজার ৪৭৫ টাকা সমমূল্যের ১০টি স্বর্ণের চেইন, তিনটি ইমিটেশন চেইন, পাঁচটি কাটার ও একটি কেচি, ৪০ হাজার টাকা সমমূল্যের একটি পিসি, একটি মনিটর, একটি মাউস উদ্ধার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও