৩০৯ পর্যটক নিয়ে পরীক্ষামূলকভাবে জাহাজ চলাচল শুরু

প্রথম আলো টেকনাফ প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ১৬:৪৯

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ২২৯ দিন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পরীক্ষামূলকভাবে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের একটি শীতাতপনিয়ন্ত্রিত জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা করে। ৩০৯ জন পর্যটক নিয়ে আড়াই ঘণ্টা পর জাহাজটি নিরাপদে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছায়।


সকালে সরেজমিনে দেখা গেছে, টেকনাফের দমদমিয়া এলাকা থেকে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টিকিটের জন্য ভিড় করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকেরা। অন্যদিকে টিকিট না পেয়ে শতাধিক পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারেননি। দুপুর ১২টার পর পর্যটক নিয়ে জাহাজটি সেন্ট মার্টিন জেটিতে পৌঁছালে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদের নেতৃত্বে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও