এনআইডি ছাড়া দ্বিতীয় ডোজ পাবে না শাবিপ্রবি শিক্ষার্থীরা

ডেইলি বাংলাদেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ১৫:৩৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টারে এনআইডি কার্ড ছাড়া জন্ম নিবন্ধন দিয়ে অনেক শিক্ষার্থী প্রথম ডোজ টিকা দিলেও দ্বিতীয় ডোজ টিকা এনআইডি কার্ড ছাড়া দিতে পারবে না।  মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন এ তথ্যটি জানান।


তিনি বলেন, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র দিতে হবে। এজন্য আগামী বৃহস্পতিবারের মধ্যে অনলাইনে নিবন্ধন করে প্রক্টর বরাবর প্রয়োজনীয় তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী সপ্তাহ থেকে ক্যাম্পাসে বসবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের বুথ। ক্যাম্পাসে নিবন্ধনের প্রক্রিয়া শেষ হলে যথাসময়ে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও