বাংলাদেশের নির্বাচন ‘নজরে রাখবে’ ইইউ
বাংলাদেশে নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক দেখার আশা প্রকাশ করে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, তারা এই প্রক্রিয়া ‘গভীরভাবে নজরে’ রাখবে।
সোমবার ঢাকার একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে একথা বলেন তিনি।
ইইউ রাষ্ট্রদূত বলেন, “আমরা বিদেশি হয়ে নির্বাচনে হস্তক্ষেপ করতে চাই না। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান, উন্নয়ন ও অর্থনীতির পাওয়ারহাউজ এবং উন্নয়নে অংশীদারিত্বের কারণে বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় খুবই আগ্রহী।