![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F28%2Fhighcourt.jpg%3Fitok%3DATX1RUR_)
ওয়েলকাম টু কোর্ট খন্দকার মাহবুব হোসেন : প্রধান বিচারপতি
করোনাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন আইনপেশা থেকে দূরে ছিলেন প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সুস্থ হওয়ার পর আজ সোমবার আপিল বিভাগের শুনানিতে অংশ নেওয়ায় তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে পাঁচ বিচারপতির বেঞ্চে আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় আপিল বিভাগে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।