![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F15%2Fcf2304ef87c51e07cba45ea40ac5fecb-6191e90bd3aa2.jpg%3Fjadewits_media_id%3D759435)
বাবার ছয় বারের পর ছেলে টানা চার বারের চেয়ারম্যান
নীলফামারী সদরের লক্ষিচাপ ইউনিয়নে টানা চতুর্থ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আমিনুর রহমান। ওই প্রতীক নিয়ে তার বাবাও ছয় বার চেয়ারম্যান হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামচরণ রায়কে তিনি ১০৪ ভোটে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সদর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রির্টানিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন।