আ.লীগের চোখে বিরোধী মহলের পাতা ফাঁদ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ১১:২১
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও খুনোখুনির ঘটনা ক্ষমতাসীন আওয়ামী লীগে উদ্বেগের জন্ম দিয়েছে। দলের শীর্ষপর্যায়ের একাধিক নেতা অকপটে স্বীকার করে নিয়েছেন, এসব অপ্রীতিকর ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায় মনে করে, নির্বাচনি এই সহিংসতা বিরোধী রাজনৈতিক মহলের পাতা ফাঁদ।
সরকারি দলের কয়েকটি সূত্রের মন্তব্য, ‘বিরোধী রাজনৈতিক মহলের স্বার্থ নির্বাচনকে দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ করে তোলা। তাদের পাতা ফাঁদে না বুঝে আবেগের বশবর্তী হয়ে ক্রীড়ানকের ভূমিকা পালন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে কীভাবে মুক্ত থাকা যায় সেই বিষয়ে আগামী ১৯ নভেম্বর দলের কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত আসতে পারে।