বন্ধ হচ্ছে না চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, বাড়ছে আতঙ্ক
নিরাপদ ও আরামদায়ক যাতায়াতে দেশে ট্রেনের চাহিদা দিন দিন বাড়ছে। নেই আগের মতো শিডিউল বিপর্যয়। কোচগুলোও পরিচ্ছন্ন-আরামদায়ক। ট্রেনে দুর্ঘটনা অপেক্ষাকৃত কম। যাত্রাও পরিবেশবান্ধব। দূরযাত্রায় তাই পছন্দের শীর্ষে থাকে ট্রেন। তবে সবকিছুর পরও আতঙ্ক হিসেবে নেমে এসেছে পাথর নিক্ষেপের খগ্ড়। পাথরের আঘাতে জানালার কাচ ভেঙে আহত হচ্ছেন অনেক যাত্রী। কার্যকর পদক্ষেপ নিতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ।
যাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এই পাথর নিক্ষেপ এখন মূর্তিমান আতঙ্ক। অথচ রেলওয়ে আইনে পাথর নিক্ষেপের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।