![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcid-p-20211115082959.jpg)
বকেয়া টাকা না দেয়ায় শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টা
চুয়াডাঙ্গায় বকেয়া টাকা না দেয়ায় জোরপূর্বক বিষ মেশানো কোমল পানীয় খাইয়ে আজহারুল ইসলাম (১২) নামে এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ওই সময় তাকে বেধড়ক মারধরও করা হয়েছে।
শিশুটিকে উদ্ধার করে রোববার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির পাকস্থলীতে কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।