প্রায় আড়াই মাস অননুমোদিত ছুটি কাটানোর পর একাত্তরের ডিসেম্বরের শেষের দিকে আমি সরকারি চাকরিতে ফিরে আসি। এর আগে আমি ছিলাম মানিকগঞ্জ মহকুমার প্রশাসক। ছুটি অননুমোদিত না বলে বলা উচিত, মহকুমা থেকে আমাকে একরকম পালিয়ে যেতে হয়েছিল সেখানকার সামরিক প্রশাসনের বিরাগভাজন হয়েছিলাম বলে। দেশ স্বাধীন হওয়ার পর আমাকে নিযুক্তি দেওয়া হয়েছিল নতুন সরকারের সেক্রেটারি জেনারেল রুহুল কুদ্দুস সাহেবের বিশেষ সহকারী হিসেবে। সেক্রেটারি জেনারেল ছিলেন সরকারের প্রধান সচিব, যিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবও ছিলেন। (আমি যখন এ কাজে যোগ দিই, তখন তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী)।
You have reached your daily news limit
Please log in to continue
বঙ্গবন্ধুর কার্যালয়ে কয়েক মাস
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন