ভয়ংকর মাদকদ্রব্য ইয়াবা কারখানা না থাকা সত্ত্বেও বাংলাদেশের জল, স্থল ও অন্তরিক্ষে যে মাদকের রমরমা কারবার চলছে, তা দেখতে কোনো অণুবীক্ষণযন্ত্রের প্রয়োজন হয় না। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এত দিন জানিয়েছিল, মিয়ানমার থেকে এ ভয়ংকর মাদকদ্রব্য বা ইয়াবা পাচার হয়ে আসে। সরকারের বিভিন্ন বাহিনীর কথিত সাঁড়াশি অভিযান সত্ত্বেও মাদক আসা, বিক্রি ও ব্যবহার বন্ধ করা যাচ্ছে না।
এসব উদ্বেগজনক খবরের মধ্যে যে তথ্যটি আমাদের উৎকণ্ঠা বাড়িয়ে দেয়, তা হলো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় ভূখণ্ডে বিভিন্ন ইয়াবা কারখানা স্থাপন। গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থার শীর্ষ পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিনটি ইয়াবা কারখানার তথ্য দেওয়া হয়; যার দুটি পশ্চিমবঙ্গের কোচবিহার ও একটি উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত। এ ছাড়া মন্ত্রণালয়ে একাধিক ইয়াবা কারখানা আছে বলে জানা গেছে। মিয়ানমার থেকে ইয়াবার কাঁচামাল ‘এমফিটামিন’ এনে এসব কারখানায় ইয়াবা তৈরি হয়।