![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2021/11/14/image-238327.jpg)
সাবেক স্বামীকে এসিড নিক্ষেপ: কন্ঠশিল্পী মিলার বিচার শুরু
সাবেক স্বামী পারভেজ সানজারিকে এসিড নিক্ষেপের মামলায় সংগীতশিল্পী তাশবিহা বিনতে শহীদ মিলাসহ দুইজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হলো।
রবিবার ঢাকার জেলা ও দায়রা জজ ও এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আদালত মামলাটিতে আসামিদের জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করেন। শুনানিকালে চার্জগঠন হওয়া মিলা ও তার সহযোগী পিস জন পিটার হালদার ওরফে কিম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।