১৭ দিনেও হদিস মেলেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ ফাইলের

ডেইলি স্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ১৪:৪৭

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি ফাইল হারিয়ে যাওয়ার পর ১৭ দিন পেরিয়ে গেলেও সেগুলোর কোনো হদিস মেলেনি। সেগুলোর ব্যাপারে এখনো অন্ধকারেই রয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি তদন্ত কমিটি।


স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির দাবি, ফাইলগুলো হারানোর সময় সিসিটিভি ক্যামেরা কার্যকর না থাকায় তারা তদন্তে কোনো অগ্রগতি করতে পারেননি। আর আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে, তারা আইনি জটিলতার কারণে তদন্ত এগিয়ে নিতে পারেনি।


সৃষ্ট পরিস্থিতি সন্দেহ তৈরি করছে যে, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কেউ এই ফাইল হারিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে জড়িত হওয়ায় তাকে রক্ষা করতেই তদন্তে অগ্রগতি নেই।


গত ২৮ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে হারানো ফাইলগুলোর মধ্যে বেশিরভাগই বিভিন্ন মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের ক্রয় সংক্রান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও