![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F13%2Fa47a0217c069265b12776fdb9437bef8-618fdfeee5d88.jpg%3Fjadewits_media_id%3D759232)
মন্দ কাজে বাধা না দিলে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে: রাষ্ট্রপতি
দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘জনপ্রিয়তা হারানোর ভয়ে মন্দ কোনও কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে।’
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।
আবদুল হামিদ বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।’ স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।