![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252Fa1a281ce-12ec-48c8-9e7f-57e26fb246a8%252FKhulna_DH0547_20211113_Khulna_Sahida_Pic_13_11_21.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
হিজড়া শাহিদা বিবি ইউপি সদস্য নির্বাচিত
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একজন হিজড়া ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নাম শাহিদা বিবি (৪৩)। তিনি ওই ইউপির সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) মহিলা ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি ভোটার তালিকাতেও নারী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত।
শাহিদা মাগুরাঘোনার ৬ নম্বর বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা। সেখানে দীর্ঘদিন ধরে নিজে বাড়ি করে বসবাস করছেন। তাঁর বাবার নাম আবদুর রাজ্জাক মোড়ল। বাবার বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ চুকনগর গ্রামে।