রাজতন্ত্রকে অবমাননা করলে শাস্তি অনিবার্য: থাই আদালত
থাইল্যান্ডের শাসনব্যবস্থা সংস্কারকামী জনগণকে হতাশ করেছে দেশটির সাংবাধানিক আদালতের রায়। শনিবার এক ঘোষণায় আদালত জানিয়েছেন, গত এক বছরেরও বেশি সময় ধরে থাইল্যান্ডে শাসনতন্ত্রের সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে- তা বাগাড়ম্বরপূর্ণ ও ধর্মদ্রোহীতা বা রাজদ্রোহীতার থেকেও বড় অপরাধ।
২০২০ সালের জুলাইয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ দেশটির বিভিন্ন শহরে শুরু হয় সরকারবিরোধী আন্দোলন। আন্দোলনের প্রধান তিন নেতা আরনন নামপা, পানুপং জাডনক ওরফে মাইক ও পানুসায়া সিথিজিরাওয়াতানাকুল ওরফে রাংয়ের বিরুদ্ধে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা করা হয় চলতি বছর।