জলবায়ু পরিবর্তন থেকেও প্রকৃতি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি করে যাচ্ছে মানুষ। জনসংখ্যার চাপ তো আছেই, এর বাইরেও দুর্বৃত্তায়ন আর ক্ষমতার দাপটের কারণে উজাড় হয়ে যাচ্ছে সব বনাঞ্চল। এর ফলে বন্য প্রাণীদের খাবারের সংস্থান নষ্ট হচ্ছে। তারা লোকালয়ে হানা দিয়ে ফসল ও মানুষের বসতিতে আক্রমণ করছে। বেঘোরে প্রাণও হারাতে হচ্ছে তাদের।
এর বড় শিকার এখন হাতি। অতিকায় এ প্রাণীর চলাচলের এলাকা দিন দিন সংকুচিত হয়ে আসছে। সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া ও শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক শকে এবং কক্সবাজারের চকরিয়ায় শিকারিদের গুলিতে একটি করে হাতির মৃত্যু হয়। একে নিছক মৃত্যু বললে ভুল হবে, বরং হাতিগুলোকে হত্যা করা হয়েছে।