কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টঙ্গী পার হতেই লাগছে ঘণ্টার পর ঘণ্টা

ঢাকা পোষ্ট টঙ্গী প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ২০:৫০

গাজীপুরের টঙ্গী সেতু বন্ধ করে দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে চলাচলকারী উত্তরবঙ্গের কয়েকটি জেলার যাত্রীরা। দীর্ঘ যানজটে বসে দুর্ভোগ পোহাতে না পেরে অনেকে হেঁটে চলাচল করছেন। যানবাহনগুলোকে ঢাকায় প্রবেশ ও বের হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। 


গত মঙ্গলবার (৯ নভেম্বর) গভীর রাতে টঙ্গী বাজারের পাশে তুরাগ নদীর ওপর নির্মিত ঢাকায় প্রবেশের পুরোনো সেতুর পাটাতন ভেঙে পড়ে। পরে লোহার পাটাতন দিয়ে সাময়িকভাবে যান চলাচল সচল রাখা হলেও বিআরটি কর্তৃপক্ষ সেতুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বিবেচনায় বুধবার (১০ নভেম্বর) রাত ১২টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে শুরু হয় যানজট। যানজটে স্থবির হয়ে পড়ে ঢাকা-টঙ্গী-কালিগঞ্জ-ঘোড়াশালসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়ক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও