থমকে আছে মাইক ব্যবসা
করোনার কারণে দীর্ঘ সময় নেই প্রোগ্রাম। ফলে আয় না থাকায় অনেকটাই পথে বসার উপক্রম মাইক ব্যবসায়ীদের। মাইক ব্যবসায়ীরা জানান, দেশের প্রায় ১ লাখ মাইক ব্যবসায়ী এবং তাদের ৪ লাখ কর্মচারী এখন দুর্বিষহ জীবন যাপন করছেন। অর্থ কষ্টে মালিকদের অনেকে দিতে পারছেন না দোকান ভাড়া। অব্যহৃত অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি।
মাইক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তাদের অনেকেই ভ্যানে করে কাঁচামাল বিক্রি শুরু করেছেন। এমনই একজন আকমাম হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যবসা পরিস্থিতির কথা বলতে গেলে তো ভাষা হারিয়ে ফেলি। গ্রাম থেকে জায়গা জমি বিক্রি করে ৫-৭ লাখ টাকা আনলাম, ব্যবসা শুরু করলাম। গত দুই আড়াই বছর ধরে বসে আছি। আগে বড় বড় প্রোগ্রাম পাইতাম। এখন পরিস্থিতি এমন যে শুধু দোকান ভাড়াই দুই আড়াই লাখ টাকা বাকি পড়ে গেছে। না পারছি মালগুলো বিক্রি করতে, না পারতাছি কোনও প্রোগ্রাম ধরতে। এখন পথে বসার দশা।’