বিলিয়ন নয় জলবায়ু-সংকট সামলাতে চাই কয়েক ট্রিলিয়ন ডলার: আইপিসিসি
স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ধনী দেশগুলো বছরে ১০০ বিলিয়ন ডলার করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) খসড়া প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও দাবদাহের মতো একের পর এক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে কয়েক ট্রিলিয়ন ডলারের প্রয়োজন। খবর এএফপির।
গ্লাসগোতে কপ ২৬ জলবায়ু সম্মেলনের আজ শুক্রবার শেষ দিন। আগামী বছরের শুরুর দিকে খসড়া প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই এএফপি এই প্রতিবেদন–সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।