টঙ্গী ব্রিজে ৫ ফুট গর্ত, বুধবার রাত থেকে ঢাকামুখী লেন বন্ধ
ডেইলি স্টার
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ১২:১১
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজে প্রায় ৫ ফুট দীর্ঘ ও ৩ ফুট প্রশস্ত হয়ে পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। এ কারণে ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় গত বুধবার রাত থেকে ব্রিজের ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনার পর থেকেই অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঢাকা থেকে বের হওয়া যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছে। টঙ্গী স্টেশনরোড থেকে ঢাকা অভিমুখী লেনে বাঁশ ও অন্যান্য উপকরণ ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে। টঙ্গী স্টেশনরোড হয়ে ইউটার্ন নিয়ে বিকল্প পথে রাজধানীতে যাচ্ছে যানবাহনগুলো।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঝুঁকিপূর্ণ
- মহাসড়ক
- ভাঙন
- জনদুর্ভোগ