কে শোনে কার কথা? চলছে নৈরাজ্য, অসহায় যাত্রীরা
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন ধর্মঘটের মুখে ডিজেল চালিত বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে বর্ধিত ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখে গেছে, বাসে ওয়েবিল সিস্টেম ও সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। প্রতিটি গাড়িতেই ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগবিতণ্ডা চলছে। চলছে যাত্রী হয়রানি ও অপমান। ভাড়া নৈরাজ্যে অসহায় হয়ে পড়েছেন যাত্রীরা।
এ নৈরাজ্য দূর করার জন্য গত বুধবার থেকে অভিযানে নেমেছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। কিন্তু কাজে আসছে না এই অভিযান। ডিজেল ও সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর কথা থাকলেও তা চোখে পড়েনি। রাজধানীতে খুঁজে পাওয়া যাচ্ছে না গ্যাসচালিত গাড়ি।