You have reached your daily news limit

Please log in to continue


বোরো ও রবিশস্যের বিপদ

ডিজেলের দাম বাড়ায় জনজীবনে ইতিমধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে। তবে কৃষির ওপর এর প্রভাব-প্রতিক্রিয়া পড়বে বোরো ধান ও রবিশস্যের চাষাবাদ শুরু হলে। বোরো ধান ও রবিশস্য প্রায় পুরোটাই সেচনির্ভর। সারা দেশে প্রায় ১৬ লাখ ডিজেলচালিত ছোট সেচযন্ত্র (শ্যালো মেশিন) রয়েছে। জমি চাষ ছাড়াও পণ্য পরিবহন, নৌযান চালানোর মতো কাজে সারা বছর শ্যালো মেশিনের ব্যবহার হয়।

প্রথম আলোর খবর অনুযায়ী, দেশের বেশির ভাগ এলাকায় বোরো ধানের বীজতলা তৈরির কাজ চলছে। আর সপ্তাহখানেকের মধ্যে দেশের উত্তরাঞ্চলের জমিতে সেচ দেওয়া শুরু হবে। এ সেচ দেওয়ার যন্ত্রের প্রধান জ্বালানি ডিজেলের দাম বাড়ানো হয়েছে লিটারে ১৫ টাকা। এতে করে এবারের বোরো মৌসুমে কৃষকের সেচ বাবদ বাড়তি খরচ হবে ৭৫৬ কোটি ৬১ লাখ টাকা। সার ও কীটনাশকের দাম ঊর্ধ্বমুখী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন