ক্ষুদ্রের দাপট
ধরাশায়ী এক ব্যক্তির বুকে বুট-পরা পা তুলিয়া দিয়াছেন পুলিশের এক সিভিক ভলান্টিয়ার, এ-হেন দৃশ্যে শিহরিত কলিকাতা। নগরপাল জানাইয়াছেন যেঅভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হইয়াছে; পরবর্তী কালে পুলিশ প্রশিক্ষণের সময় এই দৃশ্যের ভিডিয়ো দেখাইয়া শিখানো হইবে ঠিক কী কী করিতে নাই। কিন্তু, তাহাতে বাস্তব পাল্টাইবে কি? সিভিক ভলান্টিয়ার বা ‘গ্রিন পুলিশ’ নামক এই ব্যবস্থাটির কাঠামোতেই কি গোলমালের বীজ নিহিত নহে? গ্রিন পুলিশ নিয়োগের প্রক্রিয়া হইতেই সেই গোলমালের সূত্রপাত। অভিজ্ঞ জনেরা জানিবেন, গ্রিন পুলিশের কাজে নিয়োগ মূলত রাজনৈতিক আনুগত্যের পুরস্কার। যে হেতু খাতায়-কলমে এই কাজটি ‘স্বেচ্ছাসেবক’-এর, ফলে নিয়োগের ক্ষেত্রে বিশেষ যোগ্যতার দাবি নাই।
- ট্যাগ:
- মতামত
- দাপট
- ক্ষমতার দাপট