আদালত যে নির্দেশনা দিয়েছেন সেটা সস্পূর্ণ এখতিয়ার বহির্ভূত
রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে ২ শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া, রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেননি উল্লেখ করে আদালত বলেছেন, ডিএনএ পরীক্ষা এবং আলামত থেকে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। তাই, ধর্ষণের অভিযোগ আনা হলেও এটিকে ধর্ষণ বলা যাবে না। তা ছাড়া, মামলার তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হয়ে অভিযোগপত্র জমা দিয়ে মানুষের মূল্যবান সময় নষ্ট করেছেন। এ জন্য তদন্তকারী কর্মকর্তাকে ভর্ৎসনাও করেছেন আদালত।
৭২ ঘণ্টার পর ধর্ষণের মামলা না নেওয়ার বিষয়ে আদালতের নির্দেশনার আইনগত ভিত্তি, তদন্তকারী কর্মকর্তার অবহেলা বা প্রভাবিত হওয়ার ক্ষেত্রে আদালতের ভর্ৎসনার বিষয়ে জানতে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন- আইনজীবী হাসনাত কাইয়ুম, বেলার নির্বাহী পরিচালক ও আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।