![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmeherpur-up-20211112055320.jpg)
ইউপি নির্বাচন: মেহেরপুরে ৯টির ৭টিতে বিদ্রোহী প্রার্থীর জয়
বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে মেহেরপুরের ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই জন এবং বিদ্রোহী সাতজন প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলায় বৃহম্পতিবার (১১ নভেম্বর) একযোগে সকাল ৮টা থেকে ৯টি ইউনিয়নের ৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
বিজয়ীদের মধ্যে গাংনী উপজেলার কাথুলী ইউপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ৫ হাজার ৭৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার পেয়েছেন ৪ হাজার ২ ভোট। সাহারবাটি ইউপিতে মশিউর রহমান (নৌকা) ৭ হাজার ৬৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।