![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjasim-20211112043713.jpg)
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
ইতালির ফ্লোরেন্সে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন নামে (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) লরি চাপায় তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জসিম উদদীন প্রতিদিনের মতো ওই দিনও কাজে যাচ্ছিলেন। পথে একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।