ডিজেল নাকি সিএনজিচালিত, দ্বন্দ্ব কাটছে না যাত্রীদের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ১৪:২১
সরকার নির্ধারিত নতুন ভাড়ায় গত চার দিন ধরে বাস চলছে। নতুন ভাড়া আদায়ের শুরু থেকেই যাত্রীদের সঙ্গে চালকের সহকারীর বাগবিতণ্ডা চলছে। যাত্রীরা বলছেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, সিএনজিচালিত বাসও নতুন নির্ধারিত ভাড়া আদায় করছে। কিন্তু বাস চালক ও তাদের সহকারীদের ভাষ্য, নির্ধারিত ভাড়াতেই চলছে বাস।
গত কয়েকদিনের ঢাকা মেট্রোপলিটন এলাকার চিত্র বলছে, নতুন ভাড়া নির্ধারণের পর যাত্রীদের সঙ্গে সবচেয়ে বেশি বাগবিতণ্ডা হয়েছে বাস ডিজেলচালিত নাকি সিএনজিচালিত এ প্রশ্নে। তাছাড়া নতুন ভাড়ার সঙ্গে ভাঙতি এড়ানোর জন্য যাত্রীদের পকেট কাটার কৌশল নিয়েও উঠেছে প্রশ্ন।