![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flakshmipur-ramgoti-thana-pic-20211111095610.jpg)
রামগতিতে কেন্দ্র দখলের চেষ্টা, গুলিবিদ্ধসহ আহত দুই
লক্ষ্মীপুরের রামগতিতে কেন্দ্র দখলে নিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দুজন আহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের পূর্ব বয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আজাদ উদ্দিন ও জাফর আলী। এদের একজন গুলিবিদ্ধ ও অপরজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।