কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিকাদান অব্যাহত রাখাই চ্যালেঞ্জ

সমকাল ডা. মুশতাক হোসেন প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০৭:২৫

করোনা সংক্রমণের ১৯ মাস পর শনাক্তের হার এখন দেড় শতাংশেরও নিচে। আমরা জানি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন, পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুযায়ী সংক্রামক রোগের ক্ষেত্রে শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে বা নামলে তা অন্য সাধারণ রোগ-ব্যাধির মতো গণ্য হবে। তবে নূ্যনতম যদি এই হার টানা ১৪ দিন বজায় থাকে, তাহলেই শুধু ধরে বা মেনে নেওয়া যায়, পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে।


সেদিক থেকে আমাদের বিদ্যমান পরিস্থিতি এখন স্বস্তির বটে, তবে এ জন্য সতর্কতায় ভাটা পড়লে চলবে না। আমরা এও জানি, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়িয়েছিল। বেড়েছিল মৃত্যুহারও। এই চিত্রও আমাদের সামনে আছে- বিশ্বের অনেক দেশেই সংক্রমণ একেবারে কমে আসার পরও এখন ফের উদ্বেগজনক চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও