ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
প্রথম শ্রেণির এক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে বরগুনার বেতাগী উপজেলার হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ নভেম্বর) দুপুরে শিশুটির চাচা এলাকাবাসীর সহযোগিতায় প্রধান শিক্ষককে ধরে এনে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে সন্ধ্যায় মামলা করা হলে বেতাগী থানা পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার দেখায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সিকদার বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রকে প্রায়ই যৌন হয়রানি করতেন। একাধিকবার এমন কাণ্ড করে বাইরের কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। শিশুটি ভয়ে একপর্যায়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তার দাদি স্কুলে না যাওয়ার কারণ জানতে চাইলে সে প্রধান শিক্ষক দুলালের নির্যাতনের কথা তাকে জানায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে