দেশে তৈরি মোবাইল যাচ্ছে বিদেশে, টার্গেট আফ্রিকার বাজার
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ১৭:০০
দেশে তৈরি মোবাইল ফোন বিদেশে রফতানি হচ্ছে। দুটি দেশীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এরইমধ্যে মোবাইল ফোন রফতানি শুরু করেছে। আরও একটি প্রতিষ্ঠান নিজেদের কারখানায় তৈরি (সংযোজিত) ফোন রফতানি করেছে বলে জানা গেছে।
তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, দুবাই ও নেপালের নাম। তবে দেশীয় মোবাইল উৎপাদকদের পছন্দের বাজার আফ্রিকা। আফ্রিকার কয়েকটি মার্কেটে ঢোকার জন্য এরইমধ্যে উৎপাদকরা পরিকল্পনা নিচ্ছেন বলে জানা গেছে।