ইচ্ছেমতো ভাড়া বাড়ানোয় নাকাল লঞ্চযাত্রী
জ্বালানি তেলের দাম বাড়ায় বরিশাল-ঢাকা ও দক্ষিণের নৌপথে চলাচলকারী বড় লঞ্চগুলোতে জ্বালানি ব্যয় আগের চেয়ে ১৮ শতাংশ বেড়েছে। কিন্তু নৌযানগুলোতে ভাড়া বাড়ানো হয়েছে ৪০ থেকে ৪৬ শতাংশ পর্যন্ত। আর বর্ধিত ভাড়ার এই গ্যাঁড়াকলে সবচেয়ে বেশি ভাড়া গুনতে হবে ডেকে চলাচলকারী নিম্ন আয়ের যাত্রীদের।
৩ নভেম্বর রাতে ডিজেলের দাম একলাফে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা লিটার করেছে সরকার। ফলে ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার ভোর থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রাখেন মালিকেরা। এরপর তিন দিন ধরে পথে পথে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। এর সঙ্গে লঞ্চ ধর্মঘট যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও শোচনীয় হয়।