কপ-২৬ : প্রত্যাশা ও প্রতিশ্রুতি
৩১ অক্টোবর ২০২১ সালে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৬তম কনফারেন্স অব পার্টি (কপ-২৬) শুরু হয়েছে। এই কনফারেন্স চলবে দুই সপ্তাহ। এ সম্মেলনে ১২০টি দেশের সরকারপ্রধানরা উপস্থিত হয়েছেন এবং দুই শতাধিক দেশের প্রতিনিধি এখানে যোগ দিয়েছেন। চীন ও রাশিয়ার সরকারপ্রধানরা এ সম্মেলনে অনুপস্থিত রয়েছেন। ১৯৯২ সালে ১৯৭টি দেশ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেছিল। এসব দেশ এ সম্মেলনের পার্টি। ১৯৯৫ সালে বার্লিনে কপ-১ অনুষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৫ সালে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এটি হচ্ছে প্যারিস চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর তৃতীয় সম্মেলন।