ফ্রান্সের উপকূল শৈবালমুক্ত করতে অভিনব উদ্যোগ

ডয়েচ ভেল (জার্মানী) ফ্রান্স প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ১৩:০৮

ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের স্যাঁ ব্রিয়কের কাছে সুন্দর খাঁড়ির আর বেশি কিছু অবশিষ্ট নেই৷ সৈকত বন্ধ রাখা হয়েছে৷ প্রায় সর্বত্র বালুর নীচে সবুজ সামুদ্রিক অ্যালজি পচছে৷ ‘স্টপ দ্য গ্রিন ফ্লাড' গোষ্ঠী সেই দুর্দশার মোকাবিলা করার চেষ্টা করছে৷ গোষ্ঠীর প্রতিনিধি অঁদ্রে অলিভ্রোর হাতে সময় নেই৷ বাতাসে হাইড্রোজেন সালফাইডের মাত্রা পরিমাপ করছেন তিনি৷ বিষাক্ত এই গ্যাস দুর্গন্ধে ভরা বস্তু থেকে বালুতে মিশে যাচ্ছে৷ সেই কাজের ঝুঁকি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘'২৫ পিপিএম মাত্রা ছুঁলেই দূরে চলে যেতে হয়৷ কারণ সেটা অত্যন্ত বিপজ্জনক৷ আমাকে মাস্ক পরতে হয়েছে৷ এমন ভয়ংকর পরিবেশে বেশিক্ষণ থাকতে পারবো না৷ এখানে ভেসে আসার ঠিক পর অ্যালজি লেটুসের মতো দেখতে লাগে৷ মোটেই বিষাক্ত হয় না৷ কিন্তু বালুতে পড়ে থাকতে থাকতে শক্ত আস্তরণের নীচে ভেঙে গেলে এক প্রক্রিয়ায় ২০টি গ্যাস নির্গত হয়৷''


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও