![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Nov/1636527159_corpse-plant-min.jpg)
Corpse Plant: ১০ বছরে ফোটে এক বার, আয়ু ৪৮ ঘণ্টা, পচা মাংসের গন্ধের ফুল দেখতে টিকিটের হাহাকার
পচা মাংসের মতো দুর্গন্ধ এলে সেখানে না যেতেই পছন্দ করবেন অধিকাংশ মানুষ। কিন্তু এই প্রবণতার উল্টো ঘটনা ঘটে সান দিয়াগো বট্যানিক গার্ডেনে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে এই বাগান। এখানে খুব অল্প সময়ের জন্য ফোটে বিরল প্রজাতির এক ধরনের ফুল। সেই ফুলের গন্ধ পচা মাংসের মতো অসহ্যকর। কিন্তু হাজার হাজার লোক টিকিট কেটে সেখানে যান ওই ফুল দেখতে। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে একটা টিকিটের জন্য হাহাকার পড়ে যায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- টিকেট