প্রাথমিকে এবারও বার্ষিক পরীক্ষা হচ্ছে না
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবারও বার্ষিক পরীক্ষা ছাড়াই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরের ক্লাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গত ২৬ অক্টোবরের এক সভায় পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এটি চূড়ান্ত করে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) উত্তম কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকে এবারে বার্ষিক পরীক্ষা হবে না। আমরা এর আগে শিক্ষার্থীদের ওয়ার্কশিট দিয়েছি। হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, ক্লাসের পারফরমেন্সের মাধ্যমে আমরা প্রতি বিষয়ের মূল্যায়ন করব। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এটা হবে।”