দিনাজপুরে হেরোইনসহ পুলিশ সদস্য আটক
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে হেরোইনসহ আমিনুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ।সোমবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার চন্ডিপুর এলাকায় গাউসুল করিমের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আমিনুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের চড় খট্টামারি গ্রামের আবু হানিফের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খায়রুল বাশার শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার চন্ডিপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ৪৫ গ্রাম হেরোইনসহ পুলিশ সদস্য আমিনুল ইসলামকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম বর্তমানে মধ্যপাড়া পাথরখনি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। এর আগে তিনি হাকিমপুর থানায় কর্মরত ছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে