মহাকাশ ভ্রমণে প্রায় ১০০ টিকেট বিক্রি করেছে ভার্জিন গ্যালাকটিক
এনটিভি
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২১, ১৩:৩০
রিচার্ড ব্রানসনের স্পেসফ্লাইট কোম্পানি ভার্জিন গ্যালাকটিক মহাকাশ ভ্রমণের জন্য এ পর্যন্ত প্রায় ১০০টি টিকেট বিক্রি করেছে। এর আগে গত গ্রীষ্মে রিচার্ড ব্রানসন মহাকাশ ভ্রমণ করেন। আগামী বছরের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটি স্থানীয় সময় গতকাল সোমবার এ কথা জানায়। মহাকাশ ভ্রমণে বর্তমান ভার্জিন গ্যালাকটিক আসনপ্রতি টিকেটের মূল্য নির্ধারণ করেছে সাড়ে চার লাখ মার্কিন ডলার। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এ টিকেট ছাড়মূল্যে দুই থেকে আড়াই লাখ ডলারে প্রায় ৬০০ জনের কাছে বিক্রি করা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- টিকিট বিক্রি
- মহাকাশ ভ্রমণ