‘খুশিমতো’ বাড়িয়ে নিয়ে ইচ্ছেমতো ভাড়া আদায়
প্রথম আলো
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২১, ১০:৩৭
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে নেওয়ার সুযোগ হিসেবে নিয়েছেন পরিবহনমালিকেরা। ভাড়া নির্ধারণের বৈঠকে বাড়ানোর হারটি ঠিক হয়েছে তাঁদের অনুকূলে। পরে মাঠপর্যায়ে নিজেদের সুবিধামতো ভাড়া নির্ধারণ করেছেন তাঁরা।
শুধু বাস নয়, সুবিধা হয়েছে লঞ্চমালিকদেরও। সরকারিভাবে লঞ্চে গড়ে ভাড়া বেড়েছে ৩৫ শতাংশ। কিন্তু ভাড়া এমন কৌশলে নির্ধারণ করা হয়েছে, যেখানে কার্যত বাড়বে ৪৩ শতাংশের বেশি। কারণ হলো, বেশি দূরত্বে বেশি হারে ভাড়া বাড়ানো হয়েছে। সাধারণত স্বল্প দূরত্বে বেশি হারে ভাড়া বাড়ানো হয়।