You have reached your daily news limit

Please log in to continue


‘নুসরাত কিন্তু কাঁপিয়ে দিচ্ছে’, জবাবে যা বললেন নায়িকা

সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানকে ‘বোল্ড লেডি’ বলে সম্বোধন। শুধু তাই নয়, মদন মিত্র বলছেন, ‘নুসরাত কিন্তু কাঁপিয়ে দিচ্ছে…।’ দলের অগ্রজের থেকে এমন মন্তব্য শুনে লজ্জায় লাল নুসরাতও। এরপরই দ্রুত জবাব এলো নুসরাতের কাছে থেকে, ‘দাদা কেস দেবেন না..।’ এসব কথার মানে খুঁজছেন। তবে জেনে নেওয়া যাক সবিস্তারে।

রাজ্যের শাসক দলের সাংসদ-বিধায়ক এবার এক ফ্রেমে। গল্পে মশগুল। রীতিমতো রঙিন ফ্রেম। প্রথমজন মদন মিত্র, যিনি রাজনৈতিক ময়দানের বাইরে বিনোদন জগতেও কাঁপন ধরিয়েছেন। দ্বিতীয়জন নুসরাত জাহান, টলিউডের প্রথম সারির এ নায়িকার ওপর রাজ্যবাসীর দৃষ্টি সবসময়। তার সিনেমা থেকে ব্যক্তিগত জীবন সবকিছুই থাকে আলোচনায়। শুধু নুসরাত কেন, মদন মিত্রকেও তারকা বললে কম হয় না। দুই সাংসদ-বিধায়কের কথোপকথন নিয়েই এবার সরগরম নেটদুনিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন