![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632567399364.jpg&path=/uploads/news/2021/Nov/09/1636423828146.jpg&width=600&height=315&top=271)
ভারতে হাসপাতালে আগুন, ৪ নবজাতক শিশুর মৃত্যু
ভারতের মধ্যপ্রদেশে কমলা নেহরু হাসপাতালের শিশুদের আইসিইউ (পিআইসিইউ) বিভাগে আগুন লেগে ৪ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) এ দূর্ঘটনা ঘটে। শিশু বিভাগে তখন অন্তত ৪০ জন শিশু ভর্তি ছিল। খবর এনডিটিভি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ২৫টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই মৃত্যু হয় চার শিশুর। হাসপাতালে আগুন লাগার খবর টুইটারে জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পরে শিশু মৃত্যুর খবরও তিনিই জানান টুইটারে।